আল্লাহর জিকির

 আল্লাহর জি‌কির 
মৌলভী আব্দুর র‌হিম বেলা‌য়েতী

  • আল্লাহর প্রেমে করো জি‌কির জিহ্বা রাখ ভিজিয়ে,
যে সব জিকির শিখিয়ে‌ছেন আমার প্রিয় রাসু‌লে
  • একা একা ক‌রো জি‌কির চো‌খের পা‌নি ফে‌লি‌য়ে।
 এই চো‌খের পা‌নি দি‌বে  জাহান্না‌মের আগুন নি‌ভি‌য়ে।  '
  • তুমি যখন ক‌রো জি‌কির, কল‌বে হয় নূর । 
সেই নূ‌রের বি‌নিম‌য়ে পাইবে জান্না‌তের হুর।
  • যখন তু‌মি ক‌রো জি‌কির আল্লাহর ভালবাসায়।
 তোমার জি‌কির নিয়া গর্ব ক‌রেন আল্লাহ আর‌শে মোআল্লায়। 
  • যত বেশী জি‌কির কর‌বে মানুষ তত ভালবা‌সি‌বে, 
এই ভালবাসা শুধু মানুষ নয়. ফে‌রেস্থারাও বা‌সি‌বে।
  • ধি‌রে ধি‌রে ক‌রো জি‌কির জাহান্না‌মের ভয়ে, 
সেই জি‌কির তোমা‌য় দি‌বে জান্না‌তে উ‌ঠি‌য়ে।
  • শুদ্ধ ক‌রে ক‌রো জি‌কির, জীব‌নের শেষ জি‌কির ব‌লে।
  • সেই জি‌কি‌রে পুল‌সিরাত প‌া‌রি দি‌বে ত‌বে।
  • জি‌কির য‌দি ক‌রো ভাই কা‌জের ফা‌ফে ফা‌কে, 
সেই কা‌জে‌তে রা‌ব্বে কারীম বরকত দি‌বে তা‌তে।
  • জি‌কির য‌দি না ক‌রো ভাই দিল ম‌রে যায়,
সেই দিলকে জিন্দা কর‌তে  হাকিমুন নফ‌্স এর  কা‌ছে যাও‌।

No comments

মন্তব্যের জন্য আল বেলায়েত মিডিয়া এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Theme images by konradlew. Powered by Blogger.