আল্লাহর জিকির
আল্লাহর জিকির
মৌলভী আব্দুর রহিম বেলায়েতী
মৌলভী আব্দুর রহিম বেলায়েতী
- আল্লাহর প্রেমে করো জিকির জিহ্বা রাখ ভিজিয়ে,
- একা একা করো জিকির চোখের পানি ফেলিয়ে।
- তুমি যখন করো জিকির, কলবে হয় নূর ।
- যখন তুমি করো জিকির আল্লাহর ভালবাসায়।
- যত বেশী জিকির করবে মানুষ তত ভালবাসিবে,
এই ভালবাসা শুধু মানুষ নয়. ফেরেস্থারাও বাসিবে।
- ধিরে ধিরে করো জিকির জাহান্নামের ভয়ে,
সেই জিকির তোমায় দিবে জান্নাতে উঠিয়ে।
- শুদ্ধ করে করো জিকির, জীবনের শেষ জিকির বলে।
- সেই জিকিরে পুলসিরাত পারি দিবে তবে।
- জিকির যদি করো ভাই কাজের ফাফে ফাকে,
- জিকির যদি না করো ভাই দিল মরে যায়,
.jpeg)

No comments
মন্তব্যের জন্য আল বেলায়েত মিডিয়া এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।