সুদ


সমাজ ও রাষ্ট্রের জন্য সুদ মারাত্মক অভিশাপ
এহসান বিন মুজাহির
ইসলামী অর্থব্যবস্থায় সমাজ ও রাষ্ট্রের জন্য সুদ একটি মারাত্মক অভিশাপএতে মানবতা ধ্বংস হয়বিদায় নেয় মুমিনের পারস্পরিক সহানুভূতি, জন্ম নেয় সীমাহীন অর্থলিপ্সা ও স্বার্থপরতাঅতিরিক্ত লোভ-লালসার কারণে সুদি কারবারিরা তখন মানুষের জানমাল ও ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে থাকেসুদি কারবারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণদুঃখজনক হলেও সত্য, বর্তমান যুগে সুদ মহামারি আকার ধারণ করেছেসমগ্র বিশ্ব আজ এর রাহুগ্রাসে পতিতসুদের কারণে শোষিত হচ্ছে সমাজক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকসুদি সমাজের লোকেদের সুখ ভোগই হয়ে পড়ে জীবনের প্রধান কর্মঅবৈধভাবে জনগণের ধন লুটে নেয়ার প্রবণতা প্রবলভাবে দেখা দেয়টাকাই তাদের কাছে সবচেয়ে বড় বলে মনে হয়ফলে তাদের হৃদয়ে দরিদ্র্যের প্রতি দয়ামায়া স্থান পায় নামানুষের এ রকম অভাবের মুহূর্তকে তারা নিজেদের সবচেয়ে বড় সুযোগ বলে মনে করেদরিদ্রদের নিজের অর্থ উপার্জনের একমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহার করেতাই তো সুদের বোঝা তাদের ওপর চাপিয়ে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় তাদের বেঁচে থাকার সামান্য আশাটুকুওসুদের কুফল সমাজ থেকে নিয়ে ধর্মীয় পর্যায়সহ সব ক্ষেত্রেই রয়েছেসুতরাং সুদ থেকে বেঁচে থাকা অতীব জরুরিসুদ শোষণের অন্যতম হাতিয়ারসুদপ্রথা ধনসম্পদকে সমাজের মুষ্টিমেয় কিছু পুঁজিপতির হাতে কুক্ষিগত করেসামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ের সর্বপ্রকার শোষণপ্রক্রিয়া ইসলামে হারাম করেছেসুদের আরবি হচ্ছে 'রিবা'রিবা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত, বর্ধিত ইত্যাদিমূলধনের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে সুদ বলে

এ প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন কুরআনে কারিমে ইরশাদ করেন, 'আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম ঘোষণা করেছি' (সূরা বাকারা : ২৭৫)
আল্লাহ তায়ালা ইরশাদ করেন, 'হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো' (ইমরান : ১৩০)
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, 'যারা সুদ খায় তারা কিয়ামতে দ-ায়মান হবে, যেভাবে দ-ায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছে ক্রয়-বিক্রয়ও তো সুদ নেয়ার মতোইঅথচ আল্লাহতায়ালা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেনঅতঃপর যার কাছে তার পালন কর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, আগে যা হয়ে গেছে, তা তারতার ব্যাপার আল্লাহর ওপর নির্ভরশীলআর যারা পুনরায় সুদ নেয়, তারাই জাহান্নামে যাবেতারা সেখানে চিরকাল অবস্থান করবে, (সূরা বাকারা : ২৭৫)
আল্লাহ পাক আরো বলেন, 'হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যেসব বকেয়া আছে, তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকোঅতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো, তবে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাওকিন্তু যদি তোমরা তাওবা করো, তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবেতোমরা কারো প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না'
(সূরা বাকারা : ২৭৮-২৭৯)

No comments

মন্তব্যের জন্য আল বেলায়েত মিডিয়া এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Theme images by konradlew. Powered by Blogger.